সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে কাভার্ডভ্যান করে গ্যাস বিক্রি করার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।আজ(২০ জুন)সোমবার বিকালে উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের পার্শ্বে এ অভিযান পরিচালিত হয়।এসময় গ্যাস বিক্রয়কারী আজিজুল হককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসনসুত্রে জানাযায়,উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের পার্শ্বে জনৈক আজিজুল হক দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাভার্ডভ্যান করে গ্যাস বিক্রি করে আসছিল।উক্ত খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারামা ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর মাধ্যমে মামলা করে ১,০০০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করেন।
তাছাড়া উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের যে সমস্ত ব্যবসায়ীগণ অবৈধভাবে কাভার্ডভ্যান করে গ্যাস বিক্রির সাথে জড়িত তাদের যে সমস্ত পয়েন্টে টং ঘর নির্মাণ করা হয়েছে (গ্যাস বিক্রি) তা অতিদ্রুত নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলার জন্য নির্দেশনা প্রদান করেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি প্রদান করেন।
যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারামা জানান,জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।