সাতকানিয়া প্রতিনিধি মোহাম্মদ হোছাইন
:চট্টগ্রামের সাতকানিয়ার হযরত আজগর শাহ( রাহ:) স্বরনে বৈশাখী মেলা ও বলী খেলা ঝাকজমকপুর্নভাবে অনুষ্টিত হয়েছে।গত (২০ মে) শুক্রবার বিকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হযরত আজগর শাহ( রাহ:) মাজারের সামনের বিলে এ মেলা ও বলী খেলা অনুষ্টিত হয়। চট্টগ্রাম ও কক্সবাজার হতে ৪০ জনের অধিক বলী এ খেলায় অংশ গ্রহন করেন।খেলায় চ্যাম্পিয়ন হন কক্সবাজারের মহেশখালীর কালু বলী ও রানার্স আপ হয়েছেন চকরিয়ার জীবন বলী।
বিগত ২ বছর করোনার কারণে এ বলী খেলা বন্ধ ছিল।এ বলী খেলাকে কেন্দ্র করে এলাকায় গ্রামীন মেলা চলত সেটাও গত ২ বছর বন্ধ ছিল।এবছর ছিল বলী খেলার ১৩ তম আসর।চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন জায়গা হতে শত শত লোক ছুটে এসেছেন এই বলী খেলা দেখতে। এবারের আসরে টেকনাফের কলিমুল্লাহ বলী,মহেশখালীর লালু বলী,মহেশখালীর কালু বলী,মহেশখালীর জীবন বলী,মাসুম বলীসহ সাতকানিয়া,লোহাগাড়ার বলীরাও অংশগ্রহণ করেন। বলী খেলা ও বৈশাখী মেলার আয়োজক কমিটির সভাপতি আবদুস ছমদ জানান,বিগত ১২ বছর ধরে এ এলাকায় আমার নেতৃত্বে প্রতিবছর বৈশাখী মেলা ও বলী খেলার আয়োজন করে আসছি।তারই ধারাবাহিকতায় এবছরের মেলা ও বলী খেলা শুক্রবার বিকালে ধারাবাহিকভাবে চলছে।মেলা হতে এলাকার লোকজন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও কিনেছেন সাধ্যমত। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন,বৈশাখী মেলা ও বলী খেলা মানুষের মনকে উৎফুল্ল করে মানসিক প্রশান্তি দান করে।এধরনের মেলায় অনেক প্রয়োজনীয় গৃহস্থালি জিনিসপর্ত্র ও শিশুদের খেলনাপাতি পাওয়া যায়।