Thursday , 25 April 2024
শিরোনাম

চট্রগ্রামের সাতকানিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

সাতকানিয়া প্রতিনিধি মোহাম্মদ হোছাইন:

চট্টগ্রামের সাতকানিয়ার একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ( ৫ আগষ্ট) দিবারাত ২ টা থেকে ৩টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আছারতলী এলাকার রইশ্শার বাপের বাড়ির প্রবাসী আহমদ হোসেন এর ঘরে এই চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ ২ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বাড়ির মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে আজ ৬ আগষ্ট বেলা ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম। প্রবাসী আহমদ হোসেন বলেন, গতকাল শুক্রবার সকালের দিকে আমার স্ত্রী ও মেয়েসহ উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। তখন ঘরে আর কেউ ছিলো না। বাড়ি চুরির খবর পেয়ে আত্মীয়ের বাড়ি থেকে আজ ৬ আগষ্ট সকালের দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা ২ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার নেই। ঘরের রান্নঘরের লোহা ও কাঠের দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁরা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়। ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব মহি উদ্দীন,বাড়ি চুরির ঘটনা নিশ্চিত করে বলেন,চুরি হওয়া বাড়িটি পরিদর্শন করেছি। সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীন বাড়ি চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ক্ষতিগ্রস্ত বাড়ি দেখতে গেলে বাড়ির লোকজন জানান যে,চুরের দল বাড়ি হতে নগদ ২ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বাড়ির মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছেন। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)তারেক মুহাম্মদ আবদুল হান্নান জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরন করেছি। এই বিষয়ে থানায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি। চুরির বিষয়টি নিয়ে থানা পুলিশের একটি টিম এখনো এলাকায় কাজ করে যাচ্ছেন।

Check Also

বাংলাদেশে বিনিয়োগে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x