সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে থানা এলাকা হতে ৩৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।গত (১ জুলাই) শুক্রবার সারারাতব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
থানাপুলিশ সুত্রে জানাযায়, থানায় র্কমরত এসআই (নিঃ) মোঃ ইকরাম উজ্জামান শুক্রবার রাত ১১টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ছদাহা ইউনিয়নের ঠাকুর দীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর তল্লাশিকালে কক্সবাজার হতে চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহন নামক যাত্রিবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬৮০)থেকে কক্সবাজার সদর পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ তারাবুনিয়ারছড়া কবরস্থান রোডের নুরুল আমিনের ছেলে ও অবধৈ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল মোনাফ (৩২)কে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।একই রাত ১টার সময় যাত্রীবাহী সেন্ট মার্টিন পরিবহন(ঢাকা-মেট্রো-ব-১৩-২০৮৫) থেকে নরসিংদী জেলার সদর থানার উত্তর ষাটের পাড়ের ঘাটের বাড়ীর খলিল মিয়ার ছেলে ও অবৈধ মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন প্রঃ শান্ত (৩০) কে ১০০০ পিছ ইয়াবা ট্যাবলটে সহ গ্রেফতার করেন।পরর্বতীতে একই ঘটনাস্থলে গাড়ী তল্লাশি করে জেদ্দা এক্সপ্রেস পরিবহন নামক যাত্রিবাহী বাস(ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৬৯) থেকে কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং পেন্ডল পাড়ার মৃত নুরুল আমিনের ছেলে ও অবৈধ মাদক ব্যবসায়ী নেজাম উদ্দিন (২৭)কে ১০০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এসআই মোঃ ছালামত উল্ল্যাহ সঙ্গীয় র্ফোস সহ গ্রেফতার করেন।একই ঘটনাস্থল হইতে গাড়ীর জন্য অপেক্ষা করাকালীন মাদক ব্যবসায়ী ও কক্সবাজার জেলার চকরিয়া থানার রংমহল হিন্দুপাড়ার অশ্বিনী কুমার দে এর ছেলে সুভাষ দে (৩০)কে এসআই(নিঃ) আবদূল্লাহ আল মোমেন ১০০০ পিছ ইয়াবা ট্যাবলটে সহ গ্রেফতার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান এর সাথে যোগাযোগ করা হলে, ইয়াবাসহ ৪ মাদক কারবারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতদের যথাযথ নিয়মে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।