সাতকানিয়া প্রতিনিধি মোহাম্মদ হোছাইন
:সাতকানিয়া সরকারি কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৩ আগষ্ট বুধবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ রিজওয়ানুল হক এর সভাপতিত্বে ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের প্রভাষক আঁখি ধর এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মোঃ আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ছলিমুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর প্রিয়তোষ চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ, কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়ার ফারুক ইমু ও শিক্ষার্থীবৃন্দ।