সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে আটক ২৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে ।
শনিবার সন্ধ্যা থেকে রাত ১১ টা পযন্ত চাঁদপুরের পদ্মা মেঘনায় অভিযান চালিয়ে নৌ-পুলিশ ২৬ জেলেকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও বাকী ১২ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্যোট শারমিন আকতার।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি জানান, মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে। আমাদের টিম গতকাল রাতে মেঘনা নদীতে টহলের সময় ২৬ জন জেলেকে আটক করেছে। এ সময় ১৪ জেলেকে ভ্র্যাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় এবং বাকী ১২ জনকে নিয়মিত মামলা দিয়ে আজ সকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।