টাঙ্গাইল জেলায় মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়েবেতীল গ্রামে প্রায় ৫০-৬০ বছর যাবত অবৈধ মদ উৎপাদন ও বিক্রয় করে আসছিল এলাকার কিছু হিন্দু পরিবার । আইন শৃঙ্খলাবাহিনী ও এলাকার লোকজন বহু চেষ্টা করার পরও তাদের মাদক ব্যবসা বন্ধ করতে পারেনি।
আজ ১৫ সেপ্টেম্বর ২০২৪ এলাকার স্থানীয় ছাত্র সমাজ ও যুব সমাজের উদ্যোগে এই মাদকের আখড়া ধ্বংস করে দেয়া হয় । সেই সাথে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার করে এলাকার ছাত্রসমাজ ।
মাদক ব্যবসার সাথে জড়িত থাকা চারজন মহিলাকে আটক করা হয়। আটককৃত মহিলারা হলো-কমলা রানী( ৪০) পিতা মহেন্দ্র, সন্ধ্যা রানী (৪৫) পিতা মহেন্দ্র, গীতা রানী (৩৮) পিতা মহেন্দ্র,দিপালী রানী(৩০) পিতা সুভাষ । পরে তাদের জিজ্ঞাসা করলে তাদের এই মাদক ব্যবসার কথা স্বীকার করে ।
পরবর্তীতে জেলা প্রশাসক জনাবা শরিফা হককে বিষয়টি জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বিষয়টি উপজেলা প্রশাশককে জানালে সে ঘটনা স্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠান। আইন-শৃঙ্খলাবাহিনীর কাছে আটককৃত চার মহিলা মাদক ব্যবসায়ীকে তুলে দেয়া হয় ।
স্থানীয় এলাকাবাসী বলেন, এই মাদক ব্যবসায়ী চক্রটি অনেক পুরনো এবং শক্তিশালী। তাদেরকে বাঁধা দিতে চেষ্টা করলে তারা মামলা-হামলার ভয় দেখায় । সেই সাথে আমাদের আসা-যাওয়ার স্থানীয় পথ বন্ধ করে জনগণের রাস্তা দখল করে ঘর তুলেছে। তাদের এই কিছু পরিবারের জন্য আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
প্রশাসনের কাছে আমরা এদের সুষ্ঠু বিচার চাই । কেননা এর আগেও অনেকবার তাদেরকে আইনের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে । অল্প দিন জেল খেটে বের হয়ে আবারো নতুন করে এই ব্যবসা শুরু করে আসছে। তাদের উপযুক্ত বিচারের আওতায় আনা হলে এলাকাবাসী তথা যুবসমাজ নিরাপদ থাকবে।
এদিকে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোশারফ হোসেন
জানান , আসামীদের নামে মামলা হয়েছে। কিছুক্ষণ আগে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে , আদালত তাদের যথাযোগ্য সাজা দিবে বলে আশা করি । মির্জাপুর উপজেলায় মাদক ও সন্ত্রাস মুক্ত একটি উপজেলা হিসেবে পুলিশের ভূমিকা সবসময় ছাত্র-জনতা এবং জনসাধারণের পাশে থাকবে ।