জন্মদিনে মুক্তি পাচ্ছে ম্যাজিশিয়ান রাজুর ‘লাইফ ইজ ম্যাজিক’
অবশেষে জানা গেল ম্যাজিশিয়ান রাজুর ‘লাইফ ইজ ম্যাজিক’ এর মুক্তির দিন। রাজুর নিজ জন্মদিনে ভক্তদের অনুরোধে মুক্তি পাচ্ছে ‘লাইফ ইজ ম্যাজিক’। ম্যাজিশিয়ান রাজুর সাথে কথা বলে জানা যায়, তাঁর নিজ জন্মদিনে অনেক শুভাকাঙ্ক্ষীগণ তাঁর বাসায় শুভেচ্ছা জানাতে আসেন।
আর কয়েকদিন পর রাজুর জন্মদিন। ইতিমধ্যে জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু করেছেন বেশ কয়েকজন। রাজু নিজ জন্মদিনে ভক্তদের উপহার দিতে চান, লাইফ ইজ ম্যাজিক।
উল্লেখ্য রাজু পেশায় একজন অনুজীব বিজ্ঞানী। পুরো নাম সাজেদুর রহমান রাজিব হলেও ম্যাজিশিয়ান রাজু হিসেবে সব মহলে পরিচিত। ২০১৯ সালে প্রচারিত তাঁর প্রথম ম্যাজিকের সিরিজ ‘থিঙ্ক ইন ম্যাজিক’ দিয়ে রাজু জাদুজগতে নিজ স্বকীয় অবস্থানের জানান দেন। যেটি সেসময় তিনদিন ধরে একটি বেসরকারি টিভি চ্যানেলে(এস.এ. টিভি) প্রচারিত হয় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘ বিরতি দিয়ে তিনি আবারও ফিরছেন,’লাইফ ইজ ম্যাজিক’ নিয়ে।
জাদুকর রাজু জানান,প্রায় ছয় মাসের প্রস্তুতি নিয়ে তৈরি করা হয়েছে ‘লাইফ ইজ ম্যাজিক’ সিরিজটি। পুরো একটি টেকনিক্যাল টিম ভীষণ রকমের পরিশ্রম করেছেন। অবশ্যই এই সিরিজের সিনেমাটোগ্রাফার হৃদয় সরকারের সিনেমাটোগ্রাফির মুন্সীয়ানা আপনাদের ভীষণ রকমের মুগ্ধ করবে।এছাড়াও মেকআপ আর্টিস্ট থেকে প্রোডাকশন বয় সকলেই নিজেদের পুরোটা নিংড়ে দিয়েছেন।আশাকরছি, দর্শকরা অনেক বেশি উপভোগ করবেন।
রাজু ম্যাজিকের পাশাপাশি ছবি আঁকতে এবং বাঁশি বাজাতে পছন্দ করেন। এছাড়া ২০২১ সালে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে তাঁর লিখা বই ‘আম্ব্রেলা’ প্রকাশিত হয়।