জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণের কাউন্সিল অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ শাখার ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী ও মাওলানা বশির আহমেদকে সাধারণ সম্পাদক করে জেলার নতুন ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। রবিবার (৬ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় জামিয়া মুহাম্মাদিয়া বিক্রমপুর নিমতলা মাদরাসায় এ কাউন্সিল অনুষ্টিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলদেশের মুন্সীগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী। জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুর রহমান জিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বশির আহমাদ,কেন্দ্রীয় সহ মহাসচিব মাওলানা জিয়াউল হক কাশেমী,সদর উপজেলার সভাপতি মাওলানা ফয়জুর রহমান,সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মুফতি আবুল হাসান,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লা, কেরানীগঞ্জ শাখার সভাপতি মুফতি আফজাল হোসাইন রাহমানী সহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা ছিলেন। #