জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত
নিজের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে জাবির ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৫ বছর বয়সী গাজীপুরের বেলায়েত শেখ।প্রকাশিত ফলাফলে চান্স হয়নি বেলায়েতের।
‘সি’ ইউনিটভূক্ত কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিউটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।প্রথম শিফটে পরীক্ষা দিয়েছিলেন। ফল নিয়ে বেশ আশাবাদী হলেও জাবিতে চান্স হয়নি তার। মঙ্গলবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও নিরাশ হতে হলো তাকে।
এর আগে ‘সি’ ইউনিটের পরীক্ষাশেষে বেলায়েত বলেন, ‘৮০টির মধ্যে ৫৩টি প্রশ্নের উত্তর দিয়েছি। তবে দু’একটি ভুল হতে পারে। সাংবাদিকতা বিভাগে পড়ার খুব ইচ্ছা। কিন্তু জানতে পারলাম ভোকেশনাল থেকে সিট মাত্র ৪ টি। এখানে প্রতিদ্বন্দীতা অনেক। সে কারণে চান্স পাবেন কিনা নিশ্চিত না।’
ফলাফল সম্পর্কে তিনি বলেন, ‘আমার ভাগ্য মন্দ তাই জাবিতে হলো না।জাবিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় পরীক্ষা ভালো হয়েছিলো,হতাশ হয়েছি। অপেক্ষায় আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলাফলের। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছি।পড়াশোনার জন্য আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়াটাও জরুরি।প্রাইভেটে পড়াটা আমার জন্য কষ্টকর হবে।তবে পড়ালেখা চালিয়ে যেতে ইচ্ছুক।’
উল্লেখ্য,পারিবারিক আর্থিক দূরবস্থা ও বাবার অসুস্থতার কারণে ১৯৮৩ সালে নবম শ্রেণি পর্যন্ত পড়ার পর লেখাপড়া ছেড়ে সংসারের হাল ধরেছিলেন বেলায়েত শেখ। বিশ্ববিদ্যালয়ে নিজের উচ্চ শিক্ষার ‘অপূর্ণতা’ পূরণ করতে চেয়েছিলেন ভাই-বোন ও সন্তানদের মাধ্যমে। কিন্তু তা পূরণ না হওয়ায় নিজেই আবার পড়ালেখা শুরু করেন।