ঢাকা , শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতা ও সাবেক অধ্যাপক মোহাম্মদ আলী খানের ইন্তেকাল

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদের সদস্য, মজলিসে শূরার সদস্য ও সাবেক নায়েবে আমির, পাশাপাশি মুড়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ আলী খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন।

তিনি আজ ১৭ ডিসেম্বর (বুধবার) সকাল ৯টায় ঢাকার কাকরাইলস্থ ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৩ ডিসেম্বর রাতে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে টানা দুই দিন তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

মরহুম মোহাম্মদ আলী খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রবীণ সংগঠক ছিলেন। তিনি দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালন করেন এবং প্রায় দুই যুগেরও বেশি সময় রূপগঞ্জ থানা আমির হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। এক শোকবার্তায় তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমের সকল গুনাহ ক্ষমা করেন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

মরহুমের ইন্তেকালে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৫৩৯ Time View

জামায়াত নেতা ও সাবেক অধ্যাপক মোহাম্মদ আলী খানের ইন্তেকাল

আপডেটের সময় : ০২:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদের সদস্য, মজলিসে শূরার সদস্য ও সাবেক নায়েবে আমির, পাশাপাশি মুড়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ আলী খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন।

তিনি আজ ১৭ ডিসেম্বর (বুধবার) সকাল ৯টায় ঢাকার কাকরাইলস্থ ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৩ ডিসেম্বর রাতে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে টানা দুই দিন তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

মরহুম মোহাম্মদ আলী খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রবীণ সংগঠক ছিলেন। তিনি দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালন করেন এবং প্রায় দুই যুগেরও বেশি সময় রূপগঞ্জ থানা আমির হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। এক শোকবার্তায় তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমের সকল গুনাহ ক্ষমা করেন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

মরহুমের ইন্তেকালে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।