হাসান আহাম্মেদ সুজন,জামালপুর জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা – দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা যুবদল।
২৯ আগষ্ট সোমবার দুপুরে স্থানীয় স্টেশন বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার পতনের আন্দোলন-সংগ্রামে অগ্রনী ভূমিকা রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আগামী দিনে জামালপুরের রাজপথ দখল করতে জেলা যুবদলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।
দোয়া মাহফিলে যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।