হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
জামালপুরে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব- নির্মিত টিনসেট ও ২৩ নং সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও পাঠ্য পুস্তক উৎসব দিবসে বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারি রবিবার সকাল ১১ টার দিকে স্থানীয় বিদ্যালয়ের প্রাঙ্গনে এ নতুন ভবন উদ্বোধন ও বই বিতরণ উৎসবের আয়োজন করেন বিদ্যালয়ের কতৃপক্ষ।
সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি ও ২৩ নং সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস.এম. সির সভাপতি নাঈম রহমানের সভাপতিত্বে উদ্বোধনী ও বই উৎসব বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র, জামালপুর পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি,জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা শিক্ষা অফিসার মুনিরা মোস্তারি ইভা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম মিজানুর রহমান, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ আকন্দ, সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরহাদুল আলম,২৩ নং সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন শবনম, জেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা পরিষদের সদস্য ফারহানা সোমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা,জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু,সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের কার্যকরী
কমিটির সকল সদস্য, শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।