জিম্বাবুয়ের রাষ্ট্রপতি এমারসন ডাম্বুজো মানাঙ্গাগওয়ার কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত নূর-ই হেলাল সাইফুর রহমান।
বৃহস্পতিবার (২১ জুলাই) হারারে স্টেট হাউসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এ পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রদূত ও রাষ্ট্রপতি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
জিম্বাবুয়ের ফসলি জমিতে চুক্তিভিত্তিক চাষ করার বিষয়ে রাষ্ট্রপতি এমারসনকে অবগত করা হলে তিনি খুব স্বতঃস্ফূর্তভাবে এ ধারণাটিকে স্বাগত জানান এবং বিস্তারিত আলোচনার জন্য অগ্রাধিকার ভিত্তিতে হারারেতে একটি বাংলাদেশ প্রতিনিধি দল নিয়ে আসার জন্য রাষ্ট্রদূত হেলালকে পরামর্শ দেন।
এ সময় রাষ্ট্রদূত নূর-ই হেলাল সাইফুর রহমান রাষ্ট্রপতি এমারসনকে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি বই উপহার দেন।