জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে মতলব উত্তরে শপথ গ্রহণ অনুষ্ঠান
সফিকুল ইসলাম রানা।।
‘সামাজিক নিরাপত্তা প্রত্যয়ে’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, জুলাই মাস শুধু একটি সময় নয়, এটি এক আত্মদায়বোধ, সমাজ পরিবর্তনের অঙ্গীকার। সমাজের প্রতিটি স্তরে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। জুলাই পুনর্জাগরণের মাধ্যমে আমরা এক নতুন সমাজ গঠনের পথে এগিয়ে যাব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, জুলাই যোদ্ধা মো. হৃদয়, জাতীয় মানবাধিকার সমিতির মতলব উত্তর শাখার সভাপতি নুর মোহাম্মদ খান, মাতৃকালীন সম্পাদিকা রীনা আক্তার এবং শিক্ষক স্নেহলতা গাঈন।
আলোচনা শেষে উপস্থিত সকলে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ বাক্য পাঠ করেন, নেতৃত্ব দেন ইউএনও মাহমুদা কুলসুম মনি।
অনুষ্ঠানজুড়ে একটি স্পষ্ট বার্তা ছিল সামাজিক অবক্ষয় রোধে এবং কল্যাণমুখী সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
ছবি ক্যাপশন:
মতলব উত্তরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ পাঠ করান ইউএনও মাহমুদা কুলসুম মনি