Tuesday , 23 April 2024
শিরোনাম

টাঙ্গাইলে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

টাঙ্গাইল প্রতিনিধি -সাংবাদিক মাহমুদুল হক টুটুল:

:টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীতা ঘোষনা
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ১ জন ও আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেন।

আসন্ন টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

এছাড়াও মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী।

রবিবার (১১সেপ্টেম্বর) জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্টিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসানের নিকট থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ সুমন মজিদ। আহমদ সুমন মজিদ আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মরহুম ফারুক আহমদ এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্টিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Check Also

ফরিদপুরে গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন

  ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে কামাল ফকির (২৯) নামে এক গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই ব্যক্তিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x