টাঙ্গাইল প্রতিনিধি:
২০২৩ সালে টাঙ্গাইলে হাইডফিট-চায়না প্রজেক্টের মাধ্যমে ৪ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এমনটাই প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাশির বটতলা যমুনা নদী থেকে বলপ গেট দিয়ে মাটি এনে চায়না প্রজেক্ট ভরাট করা হচ্ছে, এতে করে আসপাশের কোন ক্ষয়ক্ষতি হচ্ছে না এখানে প্রজেক্ট এলাকার উন্নয়ন সাজিত হবে এবং চায়না কোম্পানির প্রতিনিধিদের সাথে একান্ত আলাপ করে জানা গেলো এখানে প্রায় চার থেকে সাড়ে চার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এলাকার কিছু অসাধু ব্যক্তি প্রবচনায় প্রোবাকান্ডা ছড়িয়ে এই প্রজেক্টকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, নদীর দুই পাড়ে কোন প্রকার ক্ষয়ক্ষতি সাধিত হয় নাই। অতএব এলাকাবাসী মনে করছেন এই কোম্পানিতে চার থেকে সাড়ে চার হাজার মানুষ চাকরির সুযোগ হবে এতে করে বেকারত্ব দূর হবে এরকম প্রকল্প টাঙ্গাইল সহ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।