স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের কালিহাতি থেকে একশ পঁচাত্তর গ্রাম হেরোইন সহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। উপজেলার কুস্তরিপাড়া বাজারস্থ গ্রামীণ ফোন টাওয়ার সংলগ্ন মৃত চাঁন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া শ্যামল চন্দ্র ওরফে ইব্রাহিম (নবমুসলিম) এর ভাড়াকৃত দুচালা টিনের বসত ঘরের ভিতর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মঙ্গলবার ৮ই মার্চ তাদের গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী শ্যামল চন্দ্র ওরফে ইব্রাহিম (নবমুসলিম), (৩২) পিতামৃত- নারায়ন চন্দ্র, সাং- কুস্তরিপাড়া (দক্ষিনপাড়া), বর্তমানে কুস্তরিপাড়া বাজার মৃত চাঁন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- কালিহাতি, জেলা- টাঙ্গাইল, মোঃ রফিকুল ইসলাম (৩৮) পিতা- আঃ খালেক, মোঃ মুসলিম উদ্দিন (৩৯) পিতা- মোঃ এসহাক আলী, উভয় সাং- কাহালগাও (কামারিয়া পাড়া), থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ পরিচয়ের ব্যক্তিদের গ্রেফতার করা হয়। অভিযানে সর্বমোট (১৬৭+০৪+০৪)=১৭৫ (একশত পচাত্তর) গ্রাম মাদক হেরোইন, যার মূল্য অনুমান (১৭৫X১০,০০০) =১৭,৫০,০০০/- (সতের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেনের সার্বিক দিক নির্দেশনায় সর্ব কর্মস্থল ডিবি (দক্ষিণ) এর এসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান সঙ্গীয়, মোঃ ওবায়দুর রহমান, নারী এএসআই লিপি আক্তার, কনস্টেবল মোঃ মফিজুর রহমান, মোঃ কারুজ্জামান, মোঃ আজাহারুল ইসলাস, মোঃ আতাহার আলী, দ্বীপক কুমার সরকার অভিযান পরিচালনা করেন।
টাঙ্গাইল জেলা পুলিশ জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে দ্রুত টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ৮(গ)/৮(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উক্ত মাদক ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।