গত ১৫ ই সেপ্টেম্বর টাঙ্গাইল সদর উপজেলার ১১ নং কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৪ জন সভাপতি প্রার্থী হন এবং ৩ জন সাধারণ সম্পাদক প্রার্থিতা ঘোষণা করেন, রাত বেশি হয়ে যাওয়ার কারণে ঐদিন সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থীর নাম সিলেকশনে ঘোষণা করা হয়নি, জেলা+ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে দায়িত্বে থাকা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সামসুল হক ঘোষণা করেন, ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে, নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলো ১৮ সেপ্টেম্বর রবিবার কাতুলী ইউনিয়ন পরিষদে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এতে অংশ নিবে ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের ভোটার বৃন্দ এবং ইউনিয়ন সহ থানা আওয়ামী লীগের কয়েকটি ভোট রয়েছে এতে মোট ভোট সংখ্যা ২৫১।
১৮ সেপ্টেম্বর নির্বাচন শুরু হওয়ার আগ মুহূর্তে
২জন সভাপতি প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১. রফিকুল ইসলাম আবু সামা। ২. এস এম আবুল মনসুর। ১জন সাধারণ সম্পাদক প্রার্থিতা প্রত্যাহার করেন মোজাফর হোসেন।
১৮ই সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মোট ভোট কাস্ট হয়েছে ২০৮ টি এতে সভাপতি পদে নায়েব আলী সরকার পেয়েছে ১২২টি সভাপতি পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম লাভলু পেয়েছেন ৮৬ টি। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম আল আমিন পেয়েছে ১০৭টি, মোঃ আব্দুল কুদ্দুস খান পেয়েছে ১০১ টি।
১৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।