সবশেষ বিশ্বকাপের পর থেকেই টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমের ব্যাটিং ছিল প্রশ্নবিদ্ধ। এ সংস্করণের কয়েক সিরিজ ধরে তাকে বিশ্রামের মোড়কে বাদ দিয়ে দলের বাইরে রাখা হয়েছিল। তবে এশিয়া কাপে ফের তাকে দলে নেওয়া হয়। কিন্তু সুপার ফোরে যেতে না বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে মুশফিক আস্থার প্রতিদান দিতে পারেননি। তার গড় ও স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেছেন কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আকরাম। অবশেষে টি-টোয়েন্টি থেকে নিজেকে গুটিয়েই নিলেন মি. ডিপেন্ডেবল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই ঘোষণা দেন তিনি।
তিনি তার স্ট্যাটাসে লিখেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা।
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে।
আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।