এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট।। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় নিশ্চিত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই।
ট্রাম্পের ওপর গুলি চালানো বন্দুকধারীর বয়স ২০ বছর। ট্রাম্পের বক্তৃতার মঞ্চ থেকে মাত্র ১২০ মিটার দূরে একটি বাড়ির ছাদে অবস্থান নিয়েছিল সেই শুটার। এফবিআইকে উদ্ধৃত করে স্কাই নিউজ জানিয়েছে, হামলাকারী যুবকের নাম ম্যাথিউ ক্রুকস। পেনসিলভ্যানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ওই হামলাকারী ক্রুকস নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তবে কী কারণে এই হামলা চালানো হয়, তা নিয়ে তদন্ত চলছে।
রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তবে এই শুটারকে হত্যা করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একধিক মানুষ প্রশ্ন তুলেছেন, শুটারের দিকে আগে থেকেই নজর ছিল স্নাইপারের। তাহলে কেন এই ঘটনা ঘটল? কেন আগেই শুটারকে থামানো গেল না। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প যেখানে ভাষণ দিচ্ছেন, তার পাশেই একটি বাড়ির ছাদে আছেন দুই স্নাইপার। মঞ্চের উল্টো দিকে অপর এক ভবনের ছাদে ছিল সেই শুটার। গুলি চালানোর ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের কান থেকে রক্তপাত হতে দেখা যায়। তাকে নিরাপদে অন্যত্র নিয়ে যায় সিক্রেট সার্ভিসের সদস্যরা।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় ম্যাথিউ ক্রুকস একা জড়িত নাকি এর পেছনে আরো কেউ আছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
ওদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভ্যানিয়া রাজ্য পুলিশের লেফটেন্যান্ট কর্নেল জর্জ বেভিন্সের বলেন, ‘এটি বলা এখনই খুব কঠিন । আমরা অস্থায়ীভাবে একজন বন্দুকধারীকে শনাক্ত করেছি, কিন্তু আমাদের তদন্ত চলছে। আমরা একাধিক লিড অনুসরণ করছি, এবং এটি একটি একক বন্দুকধারীর কাজ কিনা তা নিশ্চিতভাবে বলতে কিছু সময় লাগবে’।