ঠাকুরগাঁওয়ে বিজিবি’র প্রেস ব্রিফিং!
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁও শহরে বিজিবি(বাংলাদেশ বর্ডার গার্ড)ক্যাম্পে বুধবার ১২ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় ৫০ ব্যাটেলিয়নের ব্যবস্থাপনায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা ছাড়াও বিজিবি’র কর্মকর্তা সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন – লেঃ কর্নেল তানজির আহমেদ, বিজিবি এম এস,অধিনায়ক ঠাকুরগাঁও ব্যাটেলিয়ন(৫০)। লিখিত বক্তব্যে গত এক বছরের বিজিবি’র কর্মতৎপরতার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
তথ্য অনুযায়ী, একবছরে রংপুর রিজিয়নের ব্যাটেলিয়নে কর্মরত বিজিবি সদস্যরা ৫৫৬ জন আসামীসহ ৬৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে যার মধ্যে – ফেনসিডিল ৭৩০৮৪ বোতল, হেরোইন ৯৭৭৭কেজি, কোকেন ২০৬১ কেজি, মদ ১২৯৬৯ বোতল, গাঁজা ২৩৫৩ কেজি,ইয়াবা ২৬১১৫ পিস, ইসকাপ সিরাপ ৫২৮৮ বোতল,মেটাডক্সিন ট্যাবলেট ৪০৩৯৭৫টি,ট্যাপেন্ডাডল ট্যাবলেট ১১৯৮৬, নেশা জাতীয় ইনজেকশন ৮৭১০৭টি,ভায়াগ্রা/ভিগো ট্যাবলেট ১২৯৮০০৩টি, গুলিসহ বিদেশি পিস্তল ১টি, ৬টি এয়ারগান, সিসাগুলি ৩৩১০০টি,গান পাউডার ০৭ কেজি, ককটেল ৯৯টি, পেট্রল বোমা ৪০টি, গরু ১৬৯৩টি, মহিষ ৭০টি। অন্যান্য মালামালের মধ্যে কষ্টিপাথর ৯৭৮.৫ কেজি, স্বর্ণ ০.৬৮০কেজি, রুপা ১ ভরি,শাড়ি ২৮৩৮টি, শার্ট ৯৭১ টি,প্যান্টপিস ৭৪৭৬টি,থানকাপড় ১৩৮ গজ, চা-পাতা ১০০৭ কেজি, চিনি ২৯৩৩ কেজি, মোটরসাইকেল ১৯৭টি, মোবাইল ১৩০৭টি, চকলেট ১২৪৬৭ প্যাকেট, ইঞ্জিন চালিত নৌকা ৪টি, ভারতীয় জাল রুপি ১০৫০০০ এবং কারেন্ট জাল ৭৪৪ কেজি।
এ ছাড়াও প্রেস ব্রিফিংয়ে মানব পাচার, জাল টাকা পাচার প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির সদা তৎপরতা ও কড়া নজরদারির কথা বলা হয়। এইসাথে সীমান্ত হত্যাসহ বিভিন্ন অপরাধ বন্ধে ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে বিজিবির ব্যাপক তৎপরতার তথ্য বিস্তারিত তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয় এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
























