Saturday , 20 April 2024
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন — নৌকা- ১ স্বতন্ত্র–১ ।

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার  সদর উপজেলার ২টি ইউনিয়নে শান্তিপূর্ন ভোটে বড়গাঁও ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত মোঃ ফয়জুর রহমান(নৌকা) এবং বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোঃ মতিউর রহমান মতি(মোটর সাইকেল) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত চলে ২২ নং– সেনুয়া ইউনিয়নে ভোটগ্রহন।সারাদিন ভোট শেষে ৪নং — বড়গাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মোঃ ফয়জুর রহমান , ৫ হাজার ৯১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আবু সাঈদ নুর আলম বাবু(ঘোড়া) প্রতিদ্বন্দি পেয়েছেন ৩ হাজার ৩২৬ ভোট।
অপরদিকে ২২ নং– সেনুয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত মোঃ মতিউর রহমান মতি(মোটর সাইকেল) ২ হাজার ৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনীত নোবেল কুমার সিংহ(নৌকা) ভোট পেয়েছেন ১ হাজার ৯৫৮ ভোট।   ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দুইটি ইউনিয়নের চেয়ারম্যান পদে মোট ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। গত বছরের ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২২ ইউনিয়নের মধ্যে ২০টি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হয় ৪র্থ ধাপে। সে সময় আওয়ামীলীগ মনোনীত ১৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৫ জন নির্বাচিত হন।
আগামী ৯ ফেব্রুয়ারী বিকেল ৩ টায়  ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদের শপথ অনুষ্ঠিত হবে।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x