মোঃজিলহাজ বাবু ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য,ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মে) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাগডাংগা বিল থেকে তাকে গ্রেপ্তার করেন র্যাব-৫ এর সদস্যরা।
র্যাব জানায়, জাহিরুল ইসলাম একজন অস্ত্র ব্যবসায়ী। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি আর একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জাহিরুল ইসলামের বাড়ি গোমস্তাপুর উপজেলার চৌডালার নন্দলালপুর এলাকায়। তার বাবার নাম সাদিকুল ইসলাম।
র্যাব আরও জানান, জাহিরুলের বিরুদ্ধে ২টি অস্ত্রের মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা, ৩টি মাদক মামলা, ৫টি ডাকাতির মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।