শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যা থানা পুলিশের উদ্যোগে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) বেলা ১১ টায ডামুড্যা থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। ডামুড্যা থানায় আয়েজিত ওপেন হাউজ ডে তে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোসাইরহাট সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার , ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, সার্বেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারি, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাচ্ছু মাদবর , প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন স্তরের জনসাধারণ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, অপরাধীকে আইনের আওতায় আনা, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল সহ নানাবিধ কর্মকাণ্ডে পুলিশ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের জনগণের সম্মিলিত প্রয়াসে শরীয়তপুর জেলার ডামুড্যা থানা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যে কোন ক্লান্তি লগ্নে বিশেষ করে করোনাকালীন সময়ে শরীয়তপুর জেলার ডামুড্যা পুলিশ করোনা সংক্রমণ প্রতিরোধে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশিং সেবা পৌঁছে দেয়া হচ্ছে জনগণের দোরগোড়ায়।
সভায় বক্তারা বলেন, মাদক নির্মূলে জন প্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী, কিশোরগ্যাং, ও কর্মকান্ডসহ কোন ধরনের অপরাধীকে ছাড় দেয়া হবেনা। সমাজ থেকে এ ধরণের অপরাধ দূর করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান বক্তারা।