শফিকুল ইসলাম সোহেল ,শরীয়তপুর প্রতিনিধি:
“৮০০ কোটির পৃথিবীঃ সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে র্যালি
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।
বিশেষ অতিথি ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম ছৈয়াল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিসেস কোহিনুর আক্তার ।
সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিন আহমেদ,পিআইও রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা মোঃ লিটন মুন্সী,ধানকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা রতনসহ প্রমূখ।
এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জনকে পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মী ও শ্রেষ্ঠ সেবা দানকারী প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়।