অনলাইনে যুবশক্তি’র কার্যক্রমকে ছড়িয়ে দিতে ৬ সদস্যের বিশেষায়িত আইটি টিম গঠিত হয়েছে।
যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের ডিজিটাল কার্যক্রমকে আরও প্রাণবন্ত করতে গঠিত হয়েছে ‘যুবশক্তি সাইবার স্কোয়াড’ নামে একটি বিশেষায়িত আইটি টিম- সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনের নির্দেশনায় গঠিত এই টিম ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠনের কার্যক্রমকে নতুন পর্যায়ে নেবে বলে আশা করা হচ্ছে।
উক্ত সাইবার স্কোয়াডের লক্ষ্য ও উদ্দেশ্য
১। ডিজিটাল ব্র্যান্ডিং- ফেসবুক, ইনস্টাগ্রামসহ সোশ্যাল মিডিয়ায় যুবশক্তির কার্যক্রমকে প্রতিদিনের কন্টেন্টের মাধ্যমে উপস্থাপন।
২। সদস্য সম্প্রসারণ- তরুণদের সম্পৃক্ত করে অনলাইন কমিউনিটি গড়ে তোলা।
৩। প্রশিক্ষণ-স্বেচ্ছাসেবকদের ডিজিটাল লিটারেসি, কন্টেন্ট ক্রিয়েশন ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে দক্ষ করে তোলা।
৪।অনলাইন প্ল্যাটফর্মে সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা
নিম্মের ৬ সদস্যদের সাইবার টিম-
১। আইটি টিম লিডার- ইয়ামিন শুভ
২। ডেপুটি লিডার- আব্দুল্লাহ আল মামুন
৩। কন্টেন্ট ম্যানেজার ও গ্রাফিক্স ডিজাইনার- মারুফা মিফতাহ
৪। ক্রিয়েটিভ কপিরাইটার- ফারিয়া আক্তার
৫। সোশ্যাল মিডিয়া ম্যানেজার-লাবনী আক্তার বেবি
৬। ডেটা এনালিস্ট- মোঃ রিয়াজ উদ্দিন
উক্ত সদস্যদের মাধ্যমে প্রশিক্ষণ পরিকল্পনা- তরুনদের জন্য নিম্নোক্ত প্রশিক্ষণ দেওয়া হবে,
১। বেসিক ডিজিটাল স্কিল- ফেসবুক পেইজ ম্যানেজমেন্ট, ক্যানভা ব্যবহার।
২। কন্টেন্ট ক্রিয়েশন-আকর্ষণীয় ক্যাপশন লেখা, ভাইরাল কন্টেন্টের কৌশল।
৩। ডেটা অ্যানালিসিস- ফেসবুক ইনসাইটস ব্যবহার করে অডিয়েন্স বুঝতে পারা
৪। সাইবার সিকিউরিটি- অ্যাকাউন্ট সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আইটি টিম লিডার ইয়ামিন শুভ জানান, “ডিজিটাল জগতে যুবশক্তিকে নেতৃত্ব দিতে প্রস্তুত আমাদের সাইবার স্কোয়াড। প্রতিদিনের কন্টেন্টের মাধ্যমে গড়ে তুলবো সচেতন ও সক্রিয় অনলাইন কমিউনিটি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই প্রচেষ্টা হবে একটি মাইলফলক।”
যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়তে যুবশক্তি সাইবার স্কোয়াড হবে আমাদের নতুন অস্ত্র। এই দক্ষ তরুণদের হাত ধরে আমরা অনলাইন জগতে তৈরি করবো ইতিবাচক পরিবর্তন। এই আইটি টিম আমাদের অনলাইন কার্যক্রমকে পেশাদারিত্বের নতুন স্তরে নিয়ে যাবে বলে আমি আশাবাদী।”