খুলনা প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলার খরসংগ গ্রামে ১৪ দিনের শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা এ মৃত্যু নিয়ে নানামুখি প্রশ্নতোলায় এ অবুঝশিশুটিকে ময়না তদন্তের জন্য খুমেকে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। পুলিশ ও স্হানীয় একাধিক সুত্র জানায়, ১৪ দিন আগে বরুনা গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী নামিলা বেগম (২০) এক পুত্র সন্তানের জন্ম দেয়। জন্মের পর থেকে শিশুটি অসুস্হ থাকায় তাকে ডাক্তার দেখিয়ে মেয়েটির মামার বাড়ি খরশংগ গ্রামে থাকে। শনিবার শিশুটির মৃত্যু হয়। এদিকে শিশুটি মারা যাওয়ার পর রাশিদুল তার স্ত্রীর নানা অপকর্মের কথা বলে শিশুটির মৃত্যু নিয়েও নানামুখি কথা বলতে থাকে। খবর পেয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মহসিন আল মুরাদ ঘটনাস্হল পরিদর্শন করেন। শিশুটিকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।