শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে বলে নিশ্চিত করেছে বঙ্গভবন প্রেস উইং। এই সরকারের অন্য সদস্য করা হচ্ছেন তা এখনও ঠিক হয়নি।
প্রেস উইং জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্য অন্যদের নাম জানানো হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল বঙ্গভবনে প্রবেশ করে। আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনায় রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীনও ছিলেন।
গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নেয়। তীব্র গণ-আন্দোলনের মুখে গত সোমবার তিনি পদত্যাগ করেন।
শুধুই তাই নয়, পদত্যাগের পর ৭৬ বছর বয়সী আওয়ামী লীগ সভাপতি তাঁর ছোট বোন শেখ রেহানাসহ সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ প্রধান লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।
শেখ হাসিনার পদত্যাগের পর ড. ইউনূসকে প্রধান করে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ড. ইউনূস এ প্রস্তাব গ্রহণও করেছেন।