ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা মিরপুর-১ টোলারবাগ এলাকায় খানকা-ই-মশুরিয়া হাফিজিয়া ক্বওমি মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জিয়াউল হক কাসেমী।
এসময় তিনি বলেন, বাংলাদেশের আলেম সমাজ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আমল থেকে খালেদা জিয়ার আমল পর্যন্ত যে পরিমাণ সুযোগ সুবিধা পেয়েছেন তা অস্বীকার করার কোন সুযোগ নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে গিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। বেগম খালেদা জিয়া এখন আর শুধু বিএনপি’র নেত্রী নয়। উনি এখন সারা বাংলাদেশের একটা অভিজ্ঞতা, যাকে বলা যায় বাংলাদেশের ক্রিম। আমরা চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক এবং ভবিষ্যতে এ বাংলাদেশ আবার তার হাতেই দিক এই দোয়া করি।
ফাউন্ডেশনের সভাপতি ড. মোঃ সলিম উল্যাহর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুল হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মোঃ রইস হোসেন শিকদার, কেন্দ্রীয় ওলামা দলের নেতা হাফেজ মুহাম্মদ জসিম উদ্দিন।
এসময় বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা দলের সিনিয়র সদস্য ও ফাউন্ডেশনের সভাপতি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বস্তরের জনগণের মন কেড়ে নিয়েছে, তিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, আজকে তিনি অসুস্থ হাসপাতালে কাতরাচ্ছেন। সারা বাংলাদেশের মানুষ তথা আলেম-ওলামা, পীর মাশায়েখ, বুযুর্গানে দ্বীন দল-মত নির্বিশেষে সবাই বেগম খালেদা জিয়ার জন্য চোখের পানি ফেলে দোয়া করছে। আসুন আমরাও সবাই দুহাত তুলে চোখের পানি ফেলে এই বাংলাদেশের অভিভাবকের জন্য দোয়া করি।
এছাড়া উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান ডঃ আব্দুল কাদের, সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন উর রশিদ, হাফেজ আহমেদ পাটওয়ারী, মাওলানা এমরান হোসেন, সহ সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মিঠু, মোঃ জয়নাল আবেদীন বেপারী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুসা, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান হাজরা, প্রচার সম্পাদক মোঃ ওয়াদুদ চৌধুরী।

























