Wednesday , 17 April 2024
শিরোনাম

ঢাকা কলেজ ছাত্রদের ইউনিফর্ম পরে ঘোরাঘুরি, আড্ডা, ইভটিজিং নিষিদ্ধ

ইউনিফর্ম পরে ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের সিটি ও আইডিয়াল কলেজসংলগ্ন এলাকার পাশাপাশি নিউমার্কেট এবং নীলক্ষেত এলাকায় ঘোরাঘুরি, অবস্থান বা আড্ডা দিতে নিষেধ করা হয়েছে।

সোমবার ঢাকা কলেজের অধ্যক্ষ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা কলেজের একাদশ (সেশন ২০২১-২২) ও দ্বাদশ (সেশন ২০২০-২১) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আরম্ভের আগে, ক্লাস চলাকালীন ও ছুটির পরে সিটি কলেজ-আইডিয়াল কলেজসংলগ্ন এলাকার পাশাপাশি নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় কলেজ ড্রেস পরিহিত অবস্থায় অযথা ঘোরাঘুরি, অবস্থান বা আড্ডা দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হলো।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কলেজ বাসে যাতায়াতের সময় ইভটিজিংসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো। কোনো শিক্ষার্থী নিয়ম ও শান্তি-শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’

এতে বলা হয়, ‘অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করলে, তার জন্য কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না’।

১৪ মে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। এতে দুই শিক্ষার্থী আহত হন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঈনুল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের বিভিন্ন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সতর্কতা হিসেবে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে৷ এর আগেও তাদের সতর্ক করে এ ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।’

 

Check Also

যুক্তরাষ্ট্র প্রবাসি জাবেদ আহমদ এর উদ্যোগে সিলেটে ২লক্ষ টাকার টিন বিতরণ

যুক্তরাষ্ট্র প্রবাসি ও সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রবাসী সদস্য জাবেদ আহমদ এর উদ্যোগে সিলেট নগরীর ৩৯নং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x