ঢাকা , বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুলবাড়ীতে বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ডিভোর্সী স্ত্রীকে গাড়িতে তুলে জোরপূর্বক ধর্ষণ, স্পর্শকাতর স্থানে মোমবাতির আগুন AI-হতে পারে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষকদের অন্যতম সহযোগী গণফ্রন্ট থেকে এমপি প্রার্থী হলেন আ.লীগ নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম নবী প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার চতুর্থ বিপ্লবের প্রস্তুতি কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নের বৈধতা পেলেন জাপা’র হাফিজউদ্দীন।  রাণীশংকৈলে ষড়জ শিল্পি গোষ্ঠীর শীতবস্ত্র বিতরণ। সুজানগরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ গালাগালের অভিযোগ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর পাটোয়ারী বিরুদ্ধে

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ‘শীতার্তদের কম্বল দাও’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত

সাংবাদিক

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানবিক কর্মসূচি ‘শীতার্তদের কম্বল দাও’ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। কর্মসূচির চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে আজ ৩ জানুয়ারি প্রথম প্রহরে, রাত ১২টা ৯ মিনিটে একটি ভিডিওবার্তার মাধ্যমে বিস্তারিত জানান কর্মসূচির ঘোষক মুহাম্মদ মিজানুর রহমান।

ভিডিওবার্তায় তিনি জানান, কর্মসূচির সফল বাস্তবায়নে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গভীর রাতে কম্বল বিতরণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুহাম্মদ মিজানুর রহমান বলেন,

“আমরা ইচ্ছাকৃতভাবেই গভীর রাতে কম্বল বিতরণে বের হয়েছি, যেন কম্বলগুলো সত্যিকার অর্থে যাদের প্রয়োজন, তারাই পায়। অনেক সময় আমরা রাস্তায় বস্তা গায়ে দেওয়া শীতার্ত মানুষকে দেখি। আমরা চাই, এই কম্বলগুলো তাদের হাতেই পৌঁছাক। পাশাপাশি মানুষের দানের প্রতিটি টাকার যেন যথাযথ মূল্যায়ন হয়, সেটিও আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজে এবং আরও আট থেকে দশজন শিক্ষার্থী একত্রিত হয়ে রাতভর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন। রাতের শুরু থেকে ভোর ৪টা পর্যন্ত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা, হাতিরঝিল ও মগবাজার এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারাও।

উল্লেখ্য, ‘শীতার্তদের কম্বল দাও’ কর্মসূচিটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়িত হওয়ায় এটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
৫২৬ Time View

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ‘শীতার্তদের কম্বল দাও’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত

আপডেটের সময় : ০৫:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানবিক কর্মসূচি ‘শীতার্তদের কম্বল দাও’ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। কর্মসূচির চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে আজ ৩ জানুয়ারি প্রথম প্রহরে, রাত ১২টা ৯ মিনিটে একটি ভিডিওবার্তার মাধ্যমে বিস্তারিত জানান কর্মসূচির ঘোষক মুহাম্মদ মিজানুর রহমান।

ভিডিওবার্তায় তিনি জানান, কর্মসূচির সফল বাস্তবায়নে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গভীর রাতে কম্বল বিতরণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুহাম্মদ মিজানুর রহমান বলেন,

“আমরা ইচ্ছাকৃতভাবেই গভীর রাতে কম্বল বিতরণে বের হয়েছি, যেন কম্বলগুলো সত্যিকার অর্থে যাদের প্রয়োজন, তারাই পায়। অনেক সময় আমরা রাস্তায় বস্তা গায়ে দেওয়া শীতার্ত মানুষকে দেখি। আমরা চাই, এই কম্বলগুলো তাদের হাতেই পৌঁছাক। পাশাপাশি মানুষের দানের প্রতিটি টাকার যেন যথাযথ মূল্যায়ন হয়, সেটিও আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজে এবং আরও আট থেকে দশজন শিক্ষার্থী একত্রিত হয়ে রাতভর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন। রাতের শুরু থেকে ভোর ৪টা পর্যন্ত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা, হাতিরঝিল ও মগবাজার এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারাও।

উল্লেখ্য, ‘শীতার্তদের কম্বল দাও’ কর্মসূচিটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়িত হওয়ায় এটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।