চলতি বছরের ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছর ভর্তিযুদ্ধ শুরু হবে।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমিটির এক সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এসব প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
তবে আজ বৃহস্পতিবার ‘সাধারণ ভর্তি কমিটির’ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ডিনস্ কমিটির একাধিক সদস্য কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিনস কমিটির সভা সূত্রে জানা যায়, এ বছর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা ৩ জুন, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ জুন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুন এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন অনুষ্ঠিত হবে। গতবারের মতো এবারও আট বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ফি জমা কার্যক্রম ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে শেষ হবে।
সভা সূত্রে আরো জানা যায়, এবার ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা গত বছরের তুলনায় কমানো হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী বিজ্ঞান শাখায় এসএসসি ও এইচএসসিতে মোট ৮ (একক ন্যূনতম ৩.৫), মানবিক শাখায় মোট ৭.৫ (একক ন্যূনতম ৩.০) এবং ব্যবসায় শিক্ষায় মোট ৭.৫ (একক ন্যূনতম ৩.০) নির্ধারণ করা হতে পারে। এ ছাড়া ‘চ’ ইউনিটের পরীক্ষায় জিপিএ ৬.৫ (একক ন্যূনতম ৩.০) থাকতে হবে।
ডিনস্ কমিটির সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে ডিনস্ কমিটির সভায় প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি আগামীকাল জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় উঠবে। সেখানে সবার সম্মতিক্রমে তারিখ ও যাবতীয় বিষয়ে চূড়ান্ত করা হবে। ’