ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে চারটি প্রাইভেটাকার। তবে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (৮ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসাআই) উৎপল দাস দুর্ঘটনার বিষয়টি বাংলা৫২নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মধ্যরাতে মাওয়া থেকে ঢাকার অভিমুখে যাচ্ছিল কাভার্ডভ্যানটি। পথে ধলেশ্বরী টোলপ্লাজা পার করলে বিপরীত মাওয়ামুখী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারটির পেছনে এক সিরিয়ালে থাকা আরও তিনটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। দুমড়েমুচড়ে যায় সবগুলো প্রাইভেটকার।
এসআই উৎপল আরও বলেন, কাভার্ডভ্যানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে সঠিক সংখ্যাটি বলতে পারছি না।
মো:আলরাজী(স্টাফ রিপোর্টার)