আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত কে বিজয়ী করার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্যান্টনমেন্ট থানার এক সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শফিকুল বাহার টিপু ।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য কুমিল্লা চৌদ্দগ্রামের কৃতি সন্তান এম. তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার উপস্থিত ছিলেন ।
সেই সাথে আরো উপস্থিত ছিলেন , বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন এর মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ,গোলাম মাওলা শিল্পী,আওয়ামী লীগ নেতার খোন্দকার শরীফ , নূরে আলম জিকু, সোহাগ মোর্শেদ চৌধুরী, কুমিল্লা জেলার দক্ষিণ যুবলীগের আহবায় কমিটির সদস্য জিয়াউর রহমান খান নয়ন, মোজাম্মেল সেলিম, আবুল কালাম, রুহুল আমিন, কিবরিয়া জুয়েল, নাসির ইউ চৌধুরী, মনির মোল্লা, ইকবাল মুফতি, ফিরোজ রাসেল, জুয়েল হাজারী, মোঃ সুজন, মফিজ প্রমুখ। সহ ক্যান্টনমেন্ট থানার মুক্তিযোদ্ধারা।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে, ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে মুক্তিযোদ্ধা সন্তান অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাতকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে ঢাকা ১৭ আসনের উন্নয়নের ধারা অব্যাহত করার আহ্বান জানান ।
সমাবেশে এম. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম ঢাকা-১৭ আসনে বসবাসরত চৌদ্দগ্রাম উপজেলার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদেরকে উন্নয়ন ও সমৃদ্ধশালী স্মার্ট দেশ গড়ার কাজে রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাতকে নৌকা মার্কায় ভোট দানের অনুরোধ করেন।
সভায় বক্তারা আগামী ১৭ জুলাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাতকে নৌকায় ভোট দিয়ে প্রযুক্ত করার জন্য আহ্বান জানান । সেই সাথে তারা ক্যান্টনমেন্ট থানার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ভোটারদের কাছে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন ।