ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাতে ভর্তি হতে পারে এমন সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে উপাচার্যের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
সুপারিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাতে ভর্তি হতে পারেন। সেক্ষেত্রে তাদের ভর্তি পরীক্ষা দিতে হবে এবং কোনো বয়সসীমাও থাকবে না।
এখন শুধুমাত্র ঢাবি থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীরা নিজ বিভাগে মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন। এ সুপারিশ চূড়ান্ত হলে তাদের অন্য বিভাগেও ভর্তির সুযোগ থাকছে। একইসঙ্গে বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সুযোগটি পাচ্ছেন। সবাইকেই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে।
বিয়ষটি নিশ্চিত করে ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বলেন, ‘স্নাতক পাস শিক্ষার্থীরা অনেকে মাস্টার্সে ভর্তি হন না। সেক্ষেত্রে কিছু আসন ফাঁকা থাকে। সুপারিশটি বাস্তবায়ন হলে তখন বিভাগ বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে নতুন শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে। এক্ষেত্রে বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবে। তাদের ক্ষেত্রেও খরচ একই থাকবে।’
সভাসূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নাতক শেষ করে মাস্টার্সে সরাসরি ভর্তি হয়। স্নাতক পাস করার পর ৩ বছর পর্যন্ত এই সুযোগ থাকে।
স্নাতক পাস করার পর কিছু শিক্ষার্থী বিভিন্ন কারণে স্নাতকোত্তরে ভর্তি হয় না। তখন ফাঁকা আসন পূর্ণ করার জন্য বিভাগ বা ইনস্টিটিউট পর্যায় থেকে বিজ্ঞাপন দেয়া হবে এবং আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে ফাঁকা আসনে তাদের ভর্তি করা হবে।