তথ্যমন্ত্রী’র চাচার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অন্যান্য

নিজস্ব প্রতিবেদক।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র চাচা রাঙ্গুনিয়ার ১০ নং পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম কবির তালুকদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ২ টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়। আজ বাদে আসর শুকবিলাস উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মরহুমের দাপন সম্পন্ন হবে বলে জানা যায়।
উল্লেখ্য মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৮৮বছর এবং তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *