মুরাদ মিয়া,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ শহিদ(৭৫)আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
গতকাল(১২সেপ্টেম্বর) সোমবার দিবাগত রাত ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি।দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি ।আজ বাদ আসর নামাজের পর সুনামগঞ্জ তেঘরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হবে।
মৃত্যুকালে আঃ শহিদ তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
নিহত বীর মুক্তিযোদ্ধা আঃ শহিদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের প্রয়াত ইউসুফ আলী বেপারির প্রথম সন্তান।নিহত মুক্তিযোদ্ধা আঃ শহিদ এর মুক্তিযোদ্ধার নাম্বার ০১৯০০০০৪৬৭৯।
বীর মুক্তিযোদ্ধা আঃ শহিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুর নুর আখঞ্জী’র সুযোগ্য সন্তান,জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোতাহার হোসেন আখঞ্জী শামীম, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক,বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী আখঞ্জী, বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহীন আখঞ্জী,ও নয়াবন্দ গ্ৰামের মৃত তাহির আলী ছেলে মোঃ বদরুদ্দীন মিয়া প্রমুখ।