তিতাসের ইয়াবা ব্যবসায়ী আসলাম গ্রেপ্তার

অন্যান্য

হালিম সৈকত, কুমিল্লা।।

কুমিল্লার তিতাসের ইয়াবা ব্যবসায়ী আসলাম খানকে ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
গত ২৫ জানুয়ারি ৪.০০ ঘটিকার সময় মোঃ আসলাম খাঁন (৪১), পিতা- আব্দুল মজিদ মেম্বার, সাং- গোপালপুর (আব্দুল মজিদ মেম্বার বাড়ী), থানা- তিতাস, জেলা- কুমিল্লা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১,২০,০০০/(একলক্ষ বিশ হাজার) টাকা সহ তিতাস থানাধীন ০৮নং জিয়ারকান্দি ইউপিস্থ দড়িকান্দি সাকিনের দড়িকান্দি টু গোপালপুরগামী সড়কের মুখে পাকা রাস্তার
উপর হইতে গ্রেফতার করা হয়।

আসামীর নিকটে থাকা টাকা গুলি মাদক বিক্রির মর্মে স্বীকার করে। তাহার বিরুদ্ধে তিতাস থানার মামলা নং- ১০( ০১)২৩ ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনি ১০(ক)/২৬ রুজু করা হয়। আসামীকে কুমিল্লার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *