তিতাসে “তিউসেক” সংগঠনের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
হালিম সৈকত, কুমিল্লা।।
‘ঠিকানার খোঁজে, শিকড়ের সন্ধানে’ বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান।”
এই স্লোগানকে সামনে রেখে তিতাস উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন “তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটি “(তিউসেক)”র আয়োজনে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি চলছে।
বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান।”অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রানদায়ী বৃক্ষরাজি। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য।
আবার মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। ”
৪ জুলাই শুক্রবার সকালে জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি লতিফনগর তিতাস ক্যামব্রিয়ান স্কুল ক্যাম্পাসে এবং দুপুরে আসমানিয়া বাজারে একই কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় বৃক্ষরোপন শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক)’র আহবায়ক মো. সাজ্জাদ হোসেন সজীব সরকারের সভাপতিত্বে প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি,কলামিস্ট ও সমাজকর্মী মোঃ আলী আশরাফ খান।
তিউসেক এর সদস্য সচিব মো.বশির আহমেদ সুমনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পরিবেশবিদ ও কৃষিবিদ অধ্যক্ষ মতিন সৈকত, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম স্বপন,বিশিষ্ট
সমাজসেবক ইঞ্জিনিয়ার আবদুল লতিফ সরকার, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা হালিম সৈকত, অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা ফারুক কামাল, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের দপ্তর সম্পাদক তৈয়ব আলী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মহিউদ্দিন রিপন,কবি সুমন রায়হান,জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো.ইকরাম সরকার, তিতাস ক্যামব্রিয়ান স্কুলের সহকারী শিক্ষক মো.আকরাম হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি ( তিউসেক)’ যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, কার্যক্রমে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, তিউসেক এর সদস্যবৃন্দের মধ্যে হাসান, নাজমুল, সাকিব,সাফি, সারোয়ার, স্বেচ্ছাসেবক ও স্কুলের শিক্ষার্থীরা।
দ্বিতীয় পর্বে আসমানিয়া বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোঃ ছবির হোসেন, নবধারা সংগঠনের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ শাহাবুদ্দিন, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ সেলিম সবুজ, দুলরামপুর ইয়াং বেঙ্গল সোসাইটির সভাপতি মোঃ রকিব উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথিদ্বয় বলেন, আমাদের পৃথিবীর নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।
বক্তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। তাই বৃক্ষরোপণের উপকারিতা জানান দেওয়া এবং বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে হবে। “তিউসেক” সংগঠনের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ এবং অভিবাদন জানাই।