সরকারি নির্দেশনা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তেজগাঁও কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা ইয়াসমিনকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার তেজগাঁও কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকে তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. হারুন-অর-রশিদ অফিসে আসেননি। এতে কলেজের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এমতাবস্থায় অধ্যাপক শামীমা ইয়াসমিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে সকল শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে সিনিয়র শিক্ষকরা জনাব শামীমা ইয়াসমিনকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শুভেচ্ছা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস জানিয়ে বক্তব্য দেন ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নুরুন্নবী আল মাহমুদ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আ জ ম কামাল উদ্দিন এবং পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব এরশাদুল ইসলাম সৈকত প্রমুখ। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সহযোগিতার কথাও জানানো হয়। অধ্যক্ষ শামীমা ইয়াসমিন সবাইকে ধন্যবাদ দিয়ে সমাপনী বক্তব্য দেন।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা, শোক ও সম্মান প্রকাশ করেন তিনি শিক্ষক-ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, “আমি সবার সহযোগিতার আশা করছি। সবাইকে একসঙ্গে নিয়ে তেজগাঁও কলেজ পরিচালনা করতে চাই। শিক্ষার্থীদের ক্লাসমুখী হওয়ার অনুরোধ জানান।”