আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি হিসেবে শিরিন ইসলাম চায়না এবং নাজমুন নাহার কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।শনিবার ১০ আগষ্ট ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল(সাবেক এম,পি)। বিশেষ অতিথি মনিরা সুলতানা এম,পি।জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক বিলকিস খানম পাপরি উদ্বোধনে প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ময়মনসিংহ সদর উপজেলা যুব মহিলা লীগ সিনিয়র যুগ্ন আহ্বায়ক জেবিন চৌধুরী, নান্দাইল যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুননাহার লাকী সাংগঠনিক কার্যক্রম কে আরো শক্তিশালী ও তরান্বিত করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে পরীক্ষিত সাহসী নেতা-নেত্রীদের বাছাইয়ের মাধ্যমে দলীয় গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় তাদের মেধা-শ্রম ও সাহসী নেতৃত্বে আগামী দিনে উপজেলা যুব মহিলালীগ সাংগঠনিক ভাবে আরো এগিয়ে যাবে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে দলকে সুসংগঠিত করতেও ব্যাপক অবদান রাখবে নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ এমনটিই প্রত্যাশা করছেন উপজেলা পর্যায়ের দলীয় রাজনৈতিক বিশ্লেষকগণ।