দলগুলো নির্বাচনে খেলবে, আর ইসি রেফারির ভূমিকা পালন করবে: সিইসি
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি এ মন্তব্য করেন। এদিন ছয়টি দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ সংলাপের সূচনা ঘটলো।
সংলাপে সূচনা বক্তব্য রাখেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। সংলাপে চার নির্বাচন কমিশনার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনই পোস্টারে ছেয়ে আছে। এ প্রসঙ্গে সিইসি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র, তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো স্ব-উদ্যোগে সরিয়ে ফেলে, তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।
তিনি বলেন, একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে। এ কারণে তিনি আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন নির্বাচনে অংশীজনদের কাছে।
সামাজিক মাধ্যমে অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, এটি একটি মুসিবত বা বড় বিপদ।























