দেবিদ্বারে অরাজকতা রোধে পুলিশের কড়া নজরদারি
সারাদেশে আওয়ামী লীগের “লকডাউন কর্মসূচি” ঘিরে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি, তারই ধারাবাহিকতায় কুমিল্লার দেবিদ্বারে অরাজকতা ঠেকাতে ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের বিভিন্ন অংশে পরিচালিত হচ্ছে কঠোর তল্লাশি অভিযান। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোহাম্মদ শাহিনের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, ড্রাইভার ও যাত্রীদের পরিচয় নিশ্চিতকরণসহ সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। সড়কে চলাচলরত মোটরসাইকেল, ট্রাক, বাসসহ সকল ধরনের যানবাহনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক দৃষ্টি রাখছেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন বলেন, “সড়কে অরাজকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ অভিযান পরিচালিত হচ্ছে। জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলবে।” তিনি আরও জানান, আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাধারণ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য।স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের তল্লাশি অভিযান সড়ক দুর্ঘটনা হ্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, সম্প্রতি সড়কে অনিয়ম ও বেপরোয়া যান চলাচল ঠেকাতে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মহাসড়কের বিভিন্ন স্থানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।























