ঢাকা , রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনপ্রিয়তার কারণেই হয়তো সরিয়ে দেওয়া হয়েছে হাদিকে : জামায়াত আমির দেশে ফিরে বাবার মাজার জিয়ারত করবেন তারেক রহমান জাতিসংঘের ব্রিফিংয়ে হাদি: হত্যার তদন্ত ও বিচার চাইলেন মহাসচিব সুদানে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে সামরিক মর্যাদায় শেষ বিদায় কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন সংসদ নির্বাচনের তপশিল সংশোধন! ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন বিক্ষোভকারীরা রাণীশংকৈলে ‘ জুলাই যোদ্ধা’ ওসমান হাদী’র গায়েবি জানাযা অনুষ্ঠিত।  পুলিশ পরিচয়ে অটোরিকশা চালকদের সঙ্গে প্রতারণা: এসআই আনজিলের অভিযানে প্রতারক গ্রেফতার খোকসায় ওসমান হাদী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

দেশে ফিরে বাবার মাজার জিয়ারত করবেন তারেক রহমান

সাংবাদিক
ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে তিনশ ফুট সড়কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। সংবর্ধনায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি। মূলত রাজধানীবাসীর জনদুর্ভোগ এড়াতে তিনশ ফুট সড়ক বেছে নেওয়ার চিন্তা করা হয়েছে। এদিকে দেশে প্রত্যাবর্তনের পর যে কোনো সময় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিএনপির একটি সূত্র জানায়, প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার তিনি বাবার মাজারে যেতে পারেন।

এদিকে দুই সপ্তাহ শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে থাকার পর ডা. জোবাইদা রহমান শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এদিন সকাল ৮টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শয্যাপাশে ছিলেন তিনি। তার (খালেদা জিয়া) চিকিৎসায় মেডিকেল বোর্ডের সদস্য ডা. জোবাইদা রহমান সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কার্যক্রম তদারকি করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ডা. জুবাইদা রহমান লন্ডন ফিরে গেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরবেন।

১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওইদিন দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ইতোমধ্যে ট্রাভেল পাশ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে তাকে স্বাগত জানাতে বড় আয়োজন করতে যাচ্ছে বিএনপি। নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করছেন। এ নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনও বৈঠক করছে। এরই অংশ হিসাবে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আজও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যলয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ জেলা, মুন্সীগঞ্জ জেলা ও নরসিংদী জেলা শাখার সুপার ফাইভের সঙ্গে জরুরি সংগঠনিক সভা ডেকেছে। বিকাল সাড়ে ৪টায় রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে এ সভা হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একদিন (২৪ ডিসেম্বর) আগেই রাজধানীতে আসার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে স্মরণীয় সংবর্ধনার ব্যাপক প্রস্তুতির অংশ হিসাবে শনিবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে প্রস্তুতি সভা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত হয়েছে, যে গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া লালন করেছেন, আজ সেই গণতন্ত্র সঙ্গে নিয়ে আসছেন তারেক রহমান। তিনি আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে। দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত।

একই সভায় দলীয়ভাবে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, তারেক রহমানের আগমন ঘিরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের আমরা সংগঠিতভাবে বরণ করে নেব। এটি হবে ইতিহাসের একটি স্মরণীয় সংবর্ধনা। ঢাকা মহানগরী থেকেই ২০ থেকে ২৫ লাখ মানুষ অংশ নেবে।

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে ইতোমধ্যে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। অভ্যর্থনা কমিটির সদস্য সচিব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি। সেদিন রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
৫১২ Time View

দেশে ফিরে বাবার মাজার জিয়ারত করবেন তারেক রহমান

আপডেটের সময় : ০৩:৪৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে তিনশ ফুট সড়কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। সংবর্ধনায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি। মূলত রাজধানীবাসীর জনদুর্ভোগ এড়াতে তিনশ ফুট সড়ক বেছে নেওয়ার চিন্তা করা হয়েছে। এদিকে দেশে প্রত্যাবর্তনের পর যে কোনো সময় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিএনপির একটি সূত্র জানায়, প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার তিনি বাবার মাজারে যেতে পারেন।

এদিকে দুই সপ্তাহ শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে থাকার পর ডা. জোবাইদা রহমান শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এদিন সকাল ৮টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শয্যাপাশে ছিলেন তিনি। তার (খালেদা জিয়া) চিকিৎসায় মেডিকেল বোর্ডের সদস্য ডা. জোবাইদা রহমান সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কার্যক্রম তদারকি করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ডা. জুবাইদা রহমান লন্ডন ফিরে গেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরবেন।

১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওইদিন দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ইতোমধ্যে ট্রাভেল পাশ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে তাকে স্বাগত জানাতে বড় আয়োজন করতে যাচ্ছে বিএনপি। নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করছেন। এ নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনও বৈঠক করছে। এরই অংশ হিসাবে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আজও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যলয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ জেলা, মুন্সীগঞ্জ জেলা ও নরসিংদী জেলা শাখার সুপার ফাইভের সঙ্গে জরুরি সংগঠনিক সভা ডেকেছে। বিকাল সাড়ে ৪টায় রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে এ সভা হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একদিন (২৪ ডিসেম্বর) আগেই রাজধানীতে আসার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে স্মরণীয় সংবর্ধনার ব্যাপক প্রস্তুতির অংশ হিসাবে শনিবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে প্রস্তুতি সভা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত হয়েছে, যে গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া লালন করেছেন, আজ সেই গণতন্ত্র সঙ্গে নিয়ে আসছেন তারেক রহমান। তিনি আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে। দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত।

একই সভায় দলীয়ভাবে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, তারেক রহমানের আগমন ঘিরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের আমরা সংগঠিতভাবে বরণ করে নেব। এটি হবে ইতিহাসের একটি স্মরণীয় সংবর্ধনা। ঢাকা মহানগরী থেকেই ২০ থেকে ২৫ লাখ মানুষ অংশ নেবে।

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে ইতোমধ্যে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। অভ্যর্থনা কমিটির সদস্য সচিব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি। সেদিন রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি হবে।