মোঃ রাজন আহমেদ,ধামরাই (ঢাকা)প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো:জাকির হোসেন(ভারপ্রাপ্ত)এর স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, শিক্ষার্থীদের দিয়ে ক্লাস রুম পরিস্কার ও ক্লিনিং কাজ করানো সহ বিভিন্ন অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২০ মার্চ) দুপুরে শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে আমাতন নেছা উচ্চ বিদ্যালয় চত্বরে ও স্কুলের সামনে রাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।এদিকে, সকাল থেকেই বন্ধ রয়েছে বিদ্যালয়ের পাঠদান। শিক্ষার্থীরা ক্লাস করেনি।।এ সময় প্রায় ৪৫ মিনিটের মতো কালামপুর বাজার রাস্তায় যান চলাচল বন্ধ ছিলো।পরবর্তীতে স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমাতননেছা স্কুলের শিক্ষার্থীরা বলেন,প্রধান শিক্ষক মো:জাকির হোসেন(ভারপ্রাপ্ত) বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, দীর্ঘদিন ম্যানেজিং কমিটি নির্বাচন হলেও এখন পুরাতন কমিটি বহাল রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়, এলাকাবাসীকে অবজ্ঞা করে বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান করাসহ ছাত্রীদের মারপিট করার অভিযোগ করেছে।শিক্ষার্থীদের সাথে কথা বলে আরো জানা যায়,প্রায় ০৩ (তিন)মাস হলো অত্র বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান থেকে বিরত আছেন,শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মীর কাজ করানোর প্রতিবাদ সহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে তারা আন্দোলনে নেমেছে। অপরদিকে শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়,সাবেক প্রধান শিক্ষক মমতাজ বেগমের আপত্তির কারনে দীর্ঘ ১৪ মাস হলো অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ বেতন না পাওয়ার কারনে তারা ০২দিন যাবৎ পাঠদান থেকে বিরত আছেন। ভারপাপ্ত প্রধান শিক্ষককে অপসারণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার দাবি করেন বক্তারা। অন্যথায় ছাত্রীদের বিদ্যালয়ে না পাঠানোর কথা বলেন তারা। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন চলবে বলে জানানো হয়।