মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় র্যাবের অভিযানে ১৪০ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি একজন আটক।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প থেকে জানানো হয়, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি এর নেতৃত্বে রবিবার দিনগত রাত পনে ৯ টারদিকে নওগাঁর ধামইরহাট থানাধীন জাহানপুর ইউপিস্থ কোকিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী রুবেল হোসেন (৩৫) কে হাতেনাতে আটক করা হয়। আটককৃত রুবেল হোসেন নওগাঁর ধামুরহাট উপজেলার রঘুনাথপুর গ্রামের আকতার হোসেন এর ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রুবেল হোসেন দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলেও শিকার করেছেন। এব্যাপারে নওগাঁর ধামইরহাট থানায় “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮” অনুসারে মামলা দায়ের করা রয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।