নির্বাচন কমিশন (ইসি) নতুন রাজনৈতিক দলের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে। নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধন পেতে ২৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে।
বৃহস্পতিবার এক গণ বিজ্ঞপ্তিতে ইসি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, একটি রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য তিন শর্তের অন্তত একটি পূরণ করতে হবে। শর্তগুলো হলো-বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত যে কোনো সংসদ নির্বাচনের যে কোনো একটিতে দলীয় নির্বাচনি প্রতীকে একটি আসন পেতে হবে। কোনো সংসদ নির্বাচনে দল নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনী এলাকায় মোট প্রদত্ত ভোটের অন্তত পাঁচ শতাংশ ভোট প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তৃতীয় শর্ত হলো দলের কেন্দ্রীয় কমিটিসহ একটি কেন্দ্রীয় কার্যালয় এবং দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় ও অন্তত ১০০ উপজেলায় বা মেট্রোপলিটন থানায় কার্যালয় থাকতে হবে। প্রতিটি উপজেলায় দলের সদস্য হিসেবে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত থাকতে হবে।
আগ্রহী রাজনৈতিক দলগুলোকে দলের প্যাডে নির্বাচন কমিশন বরাবর দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), বিধিমালা, দলের লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির তালিকা, দলের নামে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, দলের তহবিলের উৎসের তথ্য জমা দিতে হবে।