নতুন শিক্ষাক্রম নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

শিক্ষা

চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার দূর করতে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন অপপ্রচার চলছে। নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচারের বিষয়গুলো পরিস্কার করতে মন্ত্রী মহোদয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

অভিভাবকরা বলছেন, পরীক্ষা তুলে দিয়ে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পদ্ধতি তুলে দিয়ে সনাতন ব্যবস্থায় ফেরার দাবি জানিয়েছেন তারা।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চলতি শিক্ষাবর্ষে চালু হলেও আগামী কয়েক বছরে মাধ্যমিকের সব শ্রেণিতে তা চালু হবে। নতুন শিক্ষাক্রমে হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *