শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় খাবার অনুপযোগী গরুর মাংস বিক্রি করায় আকরাম মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ীকে ২০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
সোমবার (১৬ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইনের নেতৃত্বে উপজেলার সদরের পৌরবাজারে ভ্রাম্যমান আদালতে নবীনগর পৌর এলাকার উত্তরপাড়ার সৈয়দ আহমেদের ছেলে আকরাম মিয়ার মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেটেরিনারি সার্জন ডা. সাদিকুল ইসলামের সহায়তায় মাংস খাবার অনুপযোগী বলে প্রমাণ পাওয়ায় আকরাম মিয়াকে ২০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনার সময় সঙ্গীয় ভ্যাটেনারি সার্জন একজন কসাইয়ের মাংস ভক্ষণ অনুপযোগী মর্মে নিশ্চিত করেন এবং প্রসিকিউশন দায়ের করেন।পরে, অপরাধী অপরাধ স্বীকার করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে ২৪ ধারা অনুযায়ী ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।